আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় এসপির স্ত্রী হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখবে সিএমপি

এসপির স্ত্রী হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখবে সিএমপি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


cmpচট্টগ্রাম: পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু (৩৩) হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।

মিতু হত্যাকাণ্ডের পর সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রোববার সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে প্রথমে ছুরিকাঘাত ও পরে গুলি করে হত্যা করা হয় পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।

তিনি ছেলে ও মেয়েকে ক্যান্টনমেন্ট স্কুলে নিয়ে যাচ্ছিলেন। তাদের স্কুলবাসে তুলে দেয়ার পরপরই জিইসি মোড়ে মোটরসাইকেলে এসে তিন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিএমপি কমিশনার ইকবাল বাহার আরও বলেন, ঢাকার পুলিশ সুপার বাবুল আক্তার জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী নিয়ে কাজ করেছেন। তাই এ হত্যাকাণ্ডে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।

তিনি আশা করেন, খুব দ্রুততার সঙ্গেই হত্যাকাণ্ডে জড়িতদের খুজে বের করা যাবে।

ইকবাল বাহার জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল ও সড়ক অয়েল ফুড থেকে শুরু করে মন্দির পর্যন্ত অনেক সিসি (ক্লোজড সার্কিট ক্যামেরা) আছে। সবকটির ফুটেজ নিয়ে খুনিদের চেহারা শনাক্ত করা যাবে।

তিনি বলেন, উনি (বাবুল আক্তারের স্ত্রী মিতু) বাচ্চাকে নিয়ে স্কুলের বাসে উঠিয়ে দেয়ার জন্য এখানে এসেছিলেন। এটা ৬টা ৩৫, ৪০-এর দিকে হবে। ওই সময়ে একটা মোটরসাইকেলে তিনজন এসেছে। প্রথমে একটু তর্কাতর্কি করে একপর্যায়ে প্রথমে ছুরি মেরেছে। পরে গুলি করে চলে গেছে। ঘটনাস্থলেই উনার মৃত্যু হয়েছে।