আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস/////, জাতীয় এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা

এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////,জাতীয়


1চট্টগ্রাম: বিভিন্ন সময় জঙ্গিবিরোধী অভিযানের নেতৃত্ব দানকারী পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকাল পৌনে ৭ টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের আর নিজাম রোডে তাদের বাসার কাছে গুলি করে হত্যা করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ গণমাধ্যমকে জানান, মোটরসাইকেল আরোহী হামলাকারীরা মাহমুদার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত এপ্রিলের শুরুতে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া বাবুল আক্তার কাজ করছেন ঢাকার পুলিশ সদরদপ্তরে। স্ত্রী খুন হওয়ার খবর পেয়েই তিনি রওনা হন চট্টগ্রামের উদ্দেশ্যে।

উল্লেখ্য, এক ফকির ও তার খাদেম হত্যা এবং বোমায় ব্যবসায়ী নিহত হওয়ার দুটি ঘটনার তদন্ত করতে গিয়ে জেএমবির একটি আস্থানার সন্ধান পান বাবুল আক্তার। সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ জেএমবি নেতা জাবেদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গত অক্টোবরে পুলিশের সঙ্গে এক অভিযানে থাকা অবস্থায় গ্রেনেড বিস্ফোরণে নিহত হন জাবেদ।