আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এস, এ, বিপুলের নতুন গান ‘বাউল হবো’

এস, এ, বিপুলের নতুন গান ‘বাউল হবো’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২০ , ১২:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : আসছে কন্ঠশিল্পী গীতিকার ও সুরকার এস, এ, বিপুলের নতুন গান ‘বাউল হবো’। গানটির কথা-সুর ও তার নিজেরই। মিউজিক করেছেন কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক রিয়েল আশিক। গানটিতে মডেল হয়েছেন আরিয়ান মিশু ও দিনা মনি। সম্প্রতি ঢাকার অদুরে গ্রামীণ লোকেশনে গানটির মিউজিক ভিডিও চিত্রায়িত হয়েছে। এ প্রসঙ্গে শিল্পী বলেন, আমি বরাবরই জীবনমুখী গান লেখার চেষ্টা করি। এবারও তার ব্যাতিক্রম নয়। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করছি; গানটি সবার ভালো লাগবে। এ, এম মাল্টিমিডিয়ার ব্যানারে আগামী ২২ অক্টোবর গানটি প্রকাশ হবে।