এ বাজেট বাস্তবায়নযোগ্য নয় : রওশন
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১২:৫২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, সরকার বরাবরের মতো এবারও বড় আকারের বাজেট দিয়েছে। কিন্তু বিগত অভিজ্ঞতা থেকে বলা যায় এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। এই বাজেট আরো বেশি উচ্চাভিলাষী। তাই শুধু বড় বাজেট দিলেই হবে না, তা বাস্তবায়নই বড় কথা।
রোববার বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রওশন।
বিরোধী দলীয় এ নেতা বলেন, আমাদের স্বপ্ন দিন দিন বেড়েই যাচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের মিল রেখে বাজেট দিতে হবে। আমাদের দেশে বিনিয়োগ নেই। কেন বিনিয়োগ নেই, কারণগুলো যদি চিহ্নিত না করি তাহলে বিনিয়োগ আসবে না। বিনিয়োগ বোর্ডকে ভালোভাবে সাজাতে হবে। সেখানে আমি পরিকল্পনা মন্ত্রীকে নিয়োগ দেয়ার জন্য বলেছিলাম। একজন ধীরস্থির ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে।
বিস্তারিত আসছে…