ঐক্যবদ্ধ হয়ে খুনিদের মোকাবেলা করতে হবে : নাসিম
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৭:২৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
কাগজ অনলাইন প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জনগণকে ঐক্যবদ্ধ হয়ে খুনিদের মোকাবেলা করতে হবে। এ খুনিদের বাংলার মাটিতে ঠাঁই নাই। এদের অচিরেই বিচারের মুখোমুখি করা হবে।’
ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার প্রতিবাদে করাতিপাড়া স্কুল মাঠে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাঠিয়েছেন। এখানে চাকরি করতে হলে অবশ্যই পুলিশকে খুনিদের গ্রেফতার করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যারা সাধারণ মানুষ খুন করে তারা বংলাদেশের শত্রু ও মানবতার শত্রু। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আনন্দ গোপাল গাঙ্গুলীসহ সকল গুপ্ত হত্যার বিচার করা হবে।’
এ সময় বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘নিরীহ মানুষকে হত্যা করে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে পারবে না। এ হত্যা পরিহার না করলে জনগণ আবারও ভোটের মাধ্যমে জবাব দিবে।’
স্থানীয় নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইরফান আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা বক্তব্য দেন।
এর আগে মন্ত্রীরা নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর পরিবার ও স্বজনদেন সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন। পরে বিকেল ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতাল পরিদর্শন করেন।
ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়ায় গত মঙ্গলবার (৭ জুন) সকাল ৯টার দিকে আনন্দ গোপাল গাঙ্গুলী (৭০) নামে মন্দিরের এক পুরোহিতকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।