আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঐশ্বরিয়া-আরাধ্যর অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি

ঐশ্বরিয়া-আরাধ্যর অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২০ , ১১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   প্রাণঘাতী ভাইরাস করোনায় সংক্রমিত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও তার মেয়ে আরাধ্যর অবস্থার অবনতি হয়েছে। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগেই ঐশ্বরিয়া-আরাধ্য করোনায় সংক্রমিত হন। এরপর থেকে তারা হোম আইসোলেশনে ছিলেন। শুক্রবার (১৭ জুলাই) রাতে ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যর অবস্থার অবনতি হওয়ায় তাদের মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

কয়েকদিন আগেই বচ্চন পরিবারে থাবা বসিয়েছে করোনা। গত ১১ জুলাই থেকে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। ১১ জুলাই করোনায় সংক্রমিত হওয়ার খবর অমিতাভ বচ্চন নিজেই টুইট করে ভক্তদের জানান। সঙ্গে তিনি বলেন, গত ১০ দিনে তার সংস্পর্শে যারা যারা এসেছেন তারা যেন করোনা পরীক্ষা করেন। অভিষেকও নিজেই জানান করোনা সংক্রমিত হওয়ার কথা।

এদিকে মুম্বাই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় সংক্রমিত অমিতাভ বচ্চনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।এদিকে করোনা সংক্রমিত হওয়ায় ইতোমধ্যে ইতোমধ্যেই তাদের বাড়ি জলসাকে কনটেইনমেন্ট এরিয়া হিসেবে চিহ্নিত করেছে বিএমসি। গোটা বাড়িটা সিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।