আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ওপার থেকে মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা সৃজিতের

ওপার থেকে মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা সৃজিতের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৫, ২০২১ , ১:৪৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : স্ত্রীর জন্মদিন। কিন্তু কাঁটাতারের এক পারে স্বামী, অন্য পারে স্ত্রী। নেটমাধ্যম বা মুঠোফোন ছাড়া কাছাকাছি পৌঁছানোর উপায় নেই। কারণ কাঁটাতারের বেড়ায় অনির্দিষ্টকালের জন্য তালা পড়েছে। করোনা মহামারী রুখতে ২ দেশের মধ্যে সামাজিক দূরত্ব তৈরি হলেও প্রেমের টানে সৃজিত-মিথিলা কাছাকাছি। তারই প্রমাণ নেটমাধ্যমে। স্ত্রী বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার জন্মদিনে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় শুভেচ্ছা পাঠালেন। সঙ্গে একটি ছবিও দিলেন তিনি।
যেখানে দেখা যাচ্ছে, পরিবারের ৩ সদস্য ৩ ভিন্ন জায়গায় বসে একে অপরের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। তবে সেই ছবি তোলা হয়েছে মিথিলার দিক থেকে। ছবির উপরে পরিচালক জন্মদিনের শুভেচ্ছা জানালেন তার স্ত্রীকে। সঙ্গে এমন এক মানুষের কথা উল্লেখ করলেন, যার জন্মদিন আর মিথিলার জন্মদিন খুব কাছাকাছি। অনুমান করা যায়, আমেরিকার কিংবদন্তি গায়ক, সুরকার ও গীতিকার বব ডিলানের কথা বলেছেন সৃজিত। তার জন্মদিন ২৪ মে। মিথিলার ২৫। লেখার শেষে ৩৭-এর মিথিলার জন্য চির যৌবন কামনা করলেন তিনি। জন্মদিনের এক দিন আগে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়েছেন মিথিলা। নীল জলে সাঁতার কাটছেন তিনি। সঙ্গে মেয়ে আয়রাও রয়েছে। ভিডিওর মধ্যে জুড়ে দেওয়া হয়েছে কয়েকটি ছবি। মা ও মেয়ের রসায়ন ধরা পড়েছে সেখানে।