আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস প্রস্তুতি ম্যাচ : মিঠুনের হাফসেঞ্চুরি, রুবেলের ৪ উইকেট

প্রস্তুতি ম্যাচ : মিঠুনের হাফসেঞ্চুরি, রুবেলের ৪ উইকেট


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৬, ২০২১ , ১২:৩১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। স্কোয়াডে থাকা ক্রিকেটাররা নিজেদের মধ্যে তামিম ইকবাল একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে। যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলেছে তামিমের দল। দলটির হয়ে সবচেয়ে বেশি অপরাজিত ৬৬ রান করেন মোহাম্মদ মিঠুন। অন্যদিকে একাই ৪ উইকেট নেন নাজমুল একাদশের রুবেল হোসেন। ব্যাট করতে নেমে শুরুটা যুতসই করতে পারেনি তামিম একাদশ। ইনিংসের শুরুতেই ফিরে যান অধিনায়ক তামিম। এরপর নাঈম শেখও খুব বেশি ভালো করতে পারেননি। ১২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ভালো করার আভাস দিয়েও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য সরকার।
২৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। মাঝে মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫ ও শেখ মেহেদী হাসান করেন ৩৮ রান। শেষ দিকে মিঠুনের অপরাজিত ৬৬ ও নিউজিল্যান্ডের স্থানীয় এক ব্যাটসম্যান বেনজির অপরাজিত ৪৬ রানে ২৩৩ রানের পুঁজি পায় তামিম একাদশ।
নাজমুল হোসেন শান্ত একাদশের হয়ে এদিন বল হাতে আলো ছড়িয়েছেন রুবেল হোসেন। ৪২ রানের খরচে ৪ উইকেট নেন এই পেসার। ৪০ রান দিয়ে এক উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।