আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ওভিসিতে রোমিও

ওভিসিতে রোমিও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২২ , ৩:১৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : পরিচালক রাশেদ বিপ্লব নির্মিত এসিআই মটরস্ এর সোনালিকা ট্রাক্টর ওভিসিতে অংশ নিলেন সাংবাদিক, অভিনেতা আহমেদ সাব্বির রোমিও। ওভিসিটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। এতে রোমিও ছাড়া আরো যারা অভিনয় করেন তারা হলেন- মহাসিন পলাশ, মিষ্টি মারিয়া, ববিতা পুতুল, পলক।

ওভিসি সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা আহমেদ সাব্বির রোমিও বলেন, অনেক বছর পরে একটি ওভিসি করলাম যেখানে এক কথায় বলা চলে মূল প্রধান ভূমিকায় ছিলাম আামি। সত্যি যদি বলি, নায়ক বা নায়িকা চরিত্রের প্রয়োজনে প্রবেশ করেছে ঠিকিই মোটিভেশন ম্যাসেজটা ছিলো আমারই। ধন্যাবাদ জানিয়ে ছোট করতে চাই না ছোট ভাই, মহাসীন পলাশ এবং পরিচালক রাশেদ বিপ্লব কে। ওভিসিটির স্ক্রিপ্ট করেছেন রিপন মাহমুদ। ক্যামেরায় পরিচালনা করেন জাহিদ নানু। লাইট গ্রাফ জিয়াউল হক জিয়া। সহকারী পরিচালক হেলাল উদ্দিন ফারহান। গাজীপুরের হায়দ্রাবাদে এই ওভিসির স্যুটিং শেষ হয় ।অরজিনাল এন্টারটেইনমেন্ট এর ব্যানারে খুব দ্রুত এটি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এটি প্রচার করা হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।