আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ওয়ার্নারের যে চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না অস্ট্রেলিয়ার কোচ

ওয়ার্নারের যে চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না অস্ট্রেলিয়ার কোচ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২৩ , ১২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী ৩ জানুয়ারি সিডনিতে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি খেলবে নামবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। যে কারণে ওয়ার্নারের উত্তরসূরি খুঁজতে ব্যস্ত অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে কে হবেন ওয়ার্নারের উত্তরসূরি, তা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা-গুঞ্জন। বেশকিছু অপশন থাকলেও নিজের স্থান মার্কাস হ্যারিসকে দিতে চান ওয়ার্নার। যে কারণে সরাসরি হ্যারিসকে সমর্থনও করছেন এই বাঁ-হাতি অসি ওপেনার। এদিকে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন ভিন্ন কথা। তিনি ভাবছেন, বেটার অপশন নিয়ে। ওয়ার্নারের জায়গায় কাকে খেলানো হবে, সে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে কয়েকজন ক্রিকেটারের নাম। তাদের মধ্যে রয়েছেন- মার্কাস হ্যারিস, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ এবং ক্যামেরন বেনক্রফট। ম্যাকডোনাল্ড বলেছেন, ‘ডেভি (ডেভিড ওয়ার্নার) নির্বাচক নয়। আমি সেই কথা মনে করিয়ে দিতে চাই। একইভাবে যখন ডেভি ম্যাট রেনশকে সমর্থন দিয়েছিল, তারপর আমরা ভেবেছি, সে (ওয়ার্নার) পরেরবার বেনক্রফটের কথা বলবে, এরপর গ্রিনের কথা বলবে এবং এভাবে সে সবার কথাই বলবে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু এটি ভালো যে, যখন অগ্রজ কোনো ক্রিকেটার তার পরের কাউকে সমর্থন দেয়। এর অর্থ হলো, ভালোর তালিকায় সে অন্য ক্রিকেটারকে ছাড়িয়ে যায়; কিন্তু আমরা তাকে (ওয়ার্নার) মতামত জানাতে বলেছি এবং তার চাওয়া সম্পর্কে জেনে খুশি হয়েছি।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে আগামী ১৭ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ওয়ার্নারকে ছাড়া এটিই হবে অস্ট্র্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ। ওই সময়ই ওয়ার্নারের উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবগুলো অপশনকেই সমান গুরুত্ব দেবে টিম অস্ট্রেলিয়া। তবে ক্যামেরন গ্রিনের দিকেই আলাদা করে চোখ থাকবে কোচ ম্যাকডোনাল্ডের।