ওয়াসিম আকরামের যে কথায় অনুপ্রাণিত হয়েছিলেন পাইলট
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২০ , ৬:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : নব্বইয়ের দশকে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে এসেছিলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াসিম আকরাম। সেই সময়ে তার একটি কথায় আত্নবিশ্বাসী হয়েছিলেন জাতীয় দলের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে কথা বলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। সেই লাইভে ঢাকা থেকে অংশ নেন জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নু ও আকরাম খান। সেখানেই পাইলট এ কথা বলেন। পাইলট বলেন, ওয়াসিম আকরামের মতো ক্রিকেটারদের সঙ্গে খেললে নিজের খেলাতেও আরও উন্নতি হয়। তার মতো ক্রিকেটার যখন আমাদের সামনে খেলেন, তখন কিন্তু নিজেদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। ৯০ দশকে ঢাকা লিগে ওয়াসিম আকরামের বিপক্ষ খেলা এক ম্যাচের স্মৃতি চারণ করে পাইলট বলেন, তিনি যখন আবাহনীতে খেলতে আসেন তখন আমি কিপিং করতাম। আগের রাতে কিন্তু আমার ঘুম হয়নি এত জোরে বল করা ফাস্ট বোলার, এক্সট্রা বাউন্স, তার বিপক্ষে কিপিং করব কেমন করে! ওয়াসিম আকরাম তখন তো দুর্দান্ত ফর্মে ছিলেন। পাইলট আরও বলেন, সেই ম্যাচে আমি কিন্তু খুব ভালো কিপিং করেছিলাম এবং ডাউন দ্য লেগে আমি একটা অসাধারণ ক্যাচ ধরেছিলাম। তখন ওয়াসিম আকরাম আমার কাছে এসে বললেন– তুই তো মঈন খানের (পাকিস্তানের সাবেক তারকা উইকেটকিপার) মতো ক্যাচ ধরেছিস। এই যে অনুপ্রেরণামূলক কিছু কথা থাকে না! কিছু কিছু কথা কিন্তু মানুষকে মানসিকভাবে আরও ওপরে নিয়ে যায়। সেটিই কিন্তু আমাকে বাড়তি অনুপ্রেরণা দিয়েছিল।