আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ওসমানী বিমানবন্দরে ১৫০ রাউন্ড গুলিসহ প্রবাসী আটক

ওসমানী বিমানবন্দরে ১৫০ রাউন্ড গুলিসহ প্রবাসী আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১:২৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


201সিলেট: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ রাউন্ড গুলিসহ এক যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার সকাল ১০টার দিকে ওই প্রবাসীর লাগেজ স্ক্যানিংয়ে গুলির বিষয়টি ধরা পড়লে তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুস সবুর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আব্দুস শহীদের ছেলে বলে কাস্টমস সূত্রে জানা গেছে। এমএজি ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আবুল বাশার গুলিসহ যুক্তরাজ্য প্রবাসীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্য থেকে বিমানের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে পৌঁছেন আব্দুস সবুর। সকাল ১০টার দিকে নিয়মানুযায়ী তার লাগেজ স্ক্যানিংয়ে ভেতরে গুলি থাকার বিষয়টি ধরা পড়ে। লাগেজ তল্লাশি করে ১৫০ রাউন্ড শর্টগানের গুলি পাওয়া যায়।

আবুল বাশার আরো জানান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সবুর গুলির সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়।

আব্দুস সবুরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আবুল বাশার।