আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ইনিংস লম্বা করতে পারলেন না সাকিব

ইনিংস লম্বা করতে পারলেন না সাকিব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২১ , ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টের প্রথম দিনশেষে ৩৯ রান নিয়ে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিনে ব্যক্তিগত অর্ধশতক রান করে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন তিনি। তবে কর্নওয়ালের স্পিন সামলাতে গিয়ে ৬৮ রানে থামলো সাকিবের ইনিংস। প্রথম দিনশেষে ৩৯ রান নিয়ে অপরাজিত ছিলেন সাকিব। দ্বিতীয় দিনে উঠিয়ে নেন ব্যক্তিগত অর্ধ শতক। তবে সাকিবের ইনিংস দীর্ঘ হতে দেয়নি উইন্ডিজ স্পিনার রাকিম কর্নওয়ালিশ। ১১৩.৫ ওভারে সাকিবের তুলে দেয়া বল হস্তগত করেন ব্রাথওয়েট। ১৫০ বলে ৬৮ রানের ইনিংস সাজাতে ৫টি চার হাঁকান সাকিব।
সাকিবের বিদায়ের পর ক্রিজে রয়েছেন মেহেদী হাসান মিরাজ (৪৩) ও তাইজুল ইসলাম (৩)। এই প্রতিবেদনটি করা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪২ রান। গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মুমিনুল হক।
৫ উইকেটে ২৪২ রান করে দিন শেষ করে স্বাগতিকরা। প্রথম দিন সাদমান ইসলামের ৫৯ রানের ইনিংস বাংলাদেশের স্কোরবোর্ডে সবচেয়ে বড় অবদান রাখে। এরপর নাজমুল হোসেন শান্ত’র ২৫, মুমিনুল হকের ২৬ ও মুশফিকুর রহিমের ৩৮ রান স্বস্তিতে রাখে তাদের।