আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ওয়েব দুনিয়ায় মাধুরী দীক্ষিত

ওয়েব দুনিয়ায় মাধুরী দীক্ষিত


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২২ , ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


বিনোদন ডেস্ক : ওয়েব দুনিয়ার আগমনে বিনোদনের পরিসর বেড়েছে। বড়পর্দার তারকারাও ঝুঁকছেন ওটিটি প্ল্যাটফর্মের দিকে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে মিঠুন চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ ‘বেস্টসেলার’। এবার প্রকাশ্যে মাধুরী দীক্ষিত অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এর ট্রেলার। বলিউডের ডান্সিং ডিভা মাধুরী। এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে তার নাচে মুগ্ধ হয়ে যান দর্শকরা। সিরিজেও তিনি এমনই এক তারকার চরিত্রে অভিনয় করেছেন। গ্ল্যামারের দুনিয়ার দর্শকদের কাছে পারফেক্ট জীবন অনামিকা আনন্দের। নাম, প্রতিপত্তি, অর্থ, সবই রয়েছে তার। কিন্তু গ্ল্যামারের এই ছটার নেপথ্যে তারকার জীবন কেমন? কী রহস্য লুকিয়ে রয়েছে তার সম্পর্কের জটিল আবর্তে? এই গল্প নিয়েই তৈরি ‘দ্য ফেম গেম’। ছবিতে মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। এছাড়াও রয়েছেন মানব কউল। সিরিজে সম্ভবত এক অভিনেতা ভূমিকায় রয়েছেন মানব। অনামিকার (মাধুরী) সঙ্গে যার অন্যরকম সম্পর্ক দেখানো হয়েছে। এছাড়াও সিরিজে অভিনয় করেছেন সুহাসিনী মুলে, মুসকান জাফেরি, লক্ষ্যবীর শরণ।