আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কংগ্রেস চাইলে তৃণমূলের জোটে যোগ দিতে পারে: মমতা

কংগ্রেস চাইলে তৃণমূলের জোটে যোগ দিতে পারে: মমতা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২১ , ৩:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গোয়াতে বিজেপির সঙ্গে লড়াই করতে ইতোমধ্যে একটি জোট গড়েছে তৃণমূল। কংগ্রেসের যদি ইচ্ছা থাকে, তাহলে তারা (জোটে) যোগ দিতে পারে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। সোমবার তিনি বলেন, ‘এটাই এখন বিকল্প।’ মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গে যদি একটি সড়কে পানি জমে যায়, তাহলে বিজেপি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে সেখানে পাঠিয়ে দেয়। কিন্তু গোয়ার নেতারা যখন দুর্নীতি নিয়ে কথা বলেন, তখন কোনো সংস্থার লোককে দেখতে পাওয়া যায় না।’

মমতা বলেন, ‘কেনো তারা আসবে, তারা যে সবাই বিজেপির লোক। আর কংগ্রেস তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্কই বজায় রাখছে।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কংগ্রেসের বিরুদ্ধে বলতে চাই না। যদি কংগ্রেস মনে করে যে তারা বিজেপিকে হারাতে চায়, আমাদের কোনো আপত্তি নেই।’

তিনি বলেন, ‘আমরা গোয়াতে এমজিপির (মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি) সঙ্গে জোট গঠন করেছি; আজ আমরা এনসিপিকেও সঙ্গে নিয়েছি; আরও চার-পাঁচটি দল আছে- একটা জোট হয়েছে। এটাই বিকল্প।’ কংগ্রেসের উদ্দেশে তিনি বলেন, ‘যদি আপনারা যোগ দিতে চান, তাহলে যোগ দিতে পারেন। কোনো সমস্যা নাই। আপনারা যেটা পারেননি, তা অন্য কেউ পারবে না- এটা মনে করার কারণ নেই।’