আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কক্সবাজারের আরও ৭ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বদলি

কক্সবাজারের আরও ৭ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বদলি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২০ , ১২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে প্রতিবেদক :  কক্সবাজারের জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনসহ ৭ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার আইজিপি ড. বেনজীর আহমেদ সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের বদলির ৬ দিনের মাথায় জেলার ৭ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হলো।

বদলিকৃতদের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইনকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আদিবুল ইসলামকে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পদে, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজওয়ান আহমেদকে গাজিপুর জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে, মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্তকে চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার পদে, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার পদে, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজি মো: মতিউল ইসলামকে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার পদে, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো: শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এর সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।