আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কক্সবাজারে নদীতে ধসে গেল ঈদগাঁও ঈদগড় বাইশারী সড়ক

কক্সবাজারে নদীতে ধসে গেল ঈদগাঁও ঈদগড় বাইশারী সড়ক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২১ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সঙ্গে পাহাড়ি জনপদ রামুর ঈদগড় ও বান্দরবানের বাইশারী ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঈদগাঁও ফুলেশ্বরী নদীর প্রবল পাহাড়ি ঢলের তোড়ে বুধবার সকাল ১০টায় ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের ঈদগড় ইউনিয়নের পানের ছড়া পয়েন্টে প্রায় ১০০ ফুট পাকা সড়ক ফাটলে ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেলে এ পরিস্থিতি হয়। এতে সড়কের উভয় পাশে পণ্যবাহী অসংখ্য যানবাহন আটকা পড়ে। ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামু উপজেলার পাহাড়বেষ্টিত ইউনিয়ন ঈদগড় ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাহাড় ঘেরা ইউনিয়ন বাইশারীর কয়েক লাখ মানুষকে উপজেলা বা জেলা সদরে যেতে হলে একমাত্র সড়ক যোগাযোগ ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়ক। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সড়কটি সংযোগ সদ্য ঘোষিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাস স্টেশনে। দীর্ঘদিন কাঁচা থাকার পর সড়কটি এক দশক আগে পাকা হয়। এতে পাহাড়ি জনপদের লোকজনের যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি অনায়াসে বাজারজাত হয়েছে এতদঞ্চলে উৎপাদিত রাবার, তরিতরকারিসহ নানা কৃষি ও পাহাড়ি পণ্য। কিন্তু গত কয়েক দিনের টানা বর্ষণে সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া ঈদগাঁও ফুলেশ্বরী নদীতে নামাক্ষর স্রোতা ঢলের তোড়ে সড়কটি পানেরছরা পয়েন্টের প্রায় ১০০ ফুট ধসে গিয়ে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে উভয় পাশে আটকা পড়েছে যাত্রীবাহী ও পণ্যবাহী অসংখ্য যানবাহন।
বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, বাইশারী এখন রাবার জোন ও মিনি শিল্প এলাকা। নানা কাজের সুবাদে এখানে লোকজনের বসবাস বাড়ছে। চিকিৎসাসহ নানা প্রয়োজনে দেশের যেকোনো প্রান্তে যেতে বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কই একমাত্র ভরসা। সড়কটি মাঝখানে ধসে গিয়ে সবাইকে বেকায়দায় ফেলেছে। এখন জরুরি রোগী নিয়ে যাওয়ারও পথ থাকল না। দ্রুত বিকল্প পথ না হলে ভোগান্তির অন্ত থাকবে না। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, এ সড়কটা পার্বত্য চট্টগ্রাম সড়ক বিভাগের আওতাধীন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন তিনি।