আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কঠিন শর্তে বিদেশ যাবার অনুমতি পেলেন জ্যাকলিন

কঠিন শর্তে বিদেশ যাবার অনুমতি পেলেন জ্যাকলিন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২২ , ৩:৪৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের দেশের বাইরে পা রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি আদালত। এ কথা সবারই জানা। একটি পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে তার আবু ধাবি যাওয়ার প্রয়োজন, যারজন্য তিনি আদালতের কাছে অনুমতি প্রার্থনা করেছিলেন কিছুদিন আগে। শনিবার আদালতের তরফেই তাকে বিশেষ ছাড়পত্র দেওয়া হল। তবে সঙ্গে জুড়ে দেওয়া হলো শর্ত।

আদালত জানিয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত আবু ধাবি, সংযুক্ত আরব আমিরশাহী ভ্রমণের অনুমতি পাবেন জ্যাকলিন। এই সময়সীমার মধ্যে তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার বা এলওসি স্থগিত থাকবে। তবে দেশে ফেরার নিশ্চয়তা বাবদ অভিনেত্রীকে ৫০ লক্ষ টাকা জমা রাখতে হবে।

শুধু তাই নয়, তিনি আরবের কোথায় কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন, সেই সম্পর্কিত বিশদ তথ্যপ্রমাণ দিয়ে যেতে হবে তাকে। আর শর্ত ভঙ্গ করে না ফিরলে জ্যাকলিনের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, ২০০ কোটি টাকা প্রতারণার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত মাসেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে তলব করেছিল ইডি। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ হিসেবে জ্যাকলিনের নাম জড়িয়েছে।

জানা গিয়েছে, সুকেশ জ্যাকলিনকে বিভিন্ন সময় সেই অবৈধ অর্থ ভাঙিয়ে উপহার দিয়েছেন। সেই ঘটনায় মামলা দায়ের হতে জ্যাকলিনের বিরুদ্ধেও বিশদে তদন্ত চলছে। সেই পরিস্থিতিতে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করেছিল ইডি। তাতে বলা হয়েছে, তদন্ত চলাকালীন জ্যাকলিন বিদেশ ভ্রমণ করতে পারবেন না।