আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কণ্ঠশিল্পী আলিফের কিডনি নষ্ট : মেয়ের জন্য বাঁচতে চান

কণ্ঠশিল্পী আলিফের কিডনি নষ্ট : মেয়ের জন্য বাঁচতে চান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২০ , ৪:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিন। এরই মধ্যে তাঁর দুটি কিডনির ৮০ ভাগ বিকল হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আলিফ বলেন, ‘ডাক্তার বলেছে, আমার কিডনি এরই মধ্যে আশি ভাগ বিকল হয়ে গেছে। এখন প্রতিস্থাপন ছাড়া আর কোনো উপায় নেই। এটা আসলে হঠৎ করে হয়নি। আমি এই অসুখে ভুগছি প্রায় ১০ বছর ধরে। এই কয়েক বছর আমি একা যুদ্ধ করেছি অসুখের সঙ্গে। পরিবারের বাইরে আমি বিষয়টি কাউকে জানাইনি। সব সময় চেষ্টা করেছি সবার সঙ্গে হাসিমুখে থাকতে। কিন্তু দিন দিন যেদিকে যাচ্ছি, তাতে আর লুকাতে পারলাম না। মনোবল ভেঙে যাচ্ছিল। এটা সত্যি, সবার সঙ্গে শেয়ার করতে পেরে খানিকটা হালকা লাগছে। শুধু তা-ই নয়, নিজেকে  আত্মবিশ্বাসীও মনে হচ্ছে।’ আলিফ আরো বলেন, ‘কিডনি প্রতিস্থাপন ছাড়া এখন আর তেমন কোনো বিকল্প নেই। সেই প্রস্তুতি শুরু হয়েছে পরিবারের পক্ষ থেকে। এই রোগটি জেনেটিক। আমার মা এই রোগে আক্রান্ত হয়ে চার বছর আগে মারা যান।’ আলিফ আলাউদ্দিন এখন নিজ বাসাতেই আছেন। প্রয়োজনে যাচ্ছেন হাসপাতালে, চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। চলছে নিয়মিত ডায়ালাইসিস। প্রায় ২০ বছর ধরে গান গাওয়ার পাশাপাশি আলিফ আলাউদ্দিন ক্যারিয়ারের শুরু থেকেই মিউজিক্যাল শো উপস্থাপনা করে আসছেন। কয়েক বছর ধরে উপস্থাপনা করছেন একাত্তর টিভির ‘মিউজিক বাজ’।