আজকের দিন তারিখ ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কথা বলার চেষ্টা করছেন নায়ক ফারুক

কথা বলার চেষ্টা করছেন নায়ক ফারুক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২১ , ২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। আর পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে দেশে আনা হবে না। এমনটাই জানান ফারুকের ছেলে রোশান হোসেন পাঠান। দেশীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও একটু ভালোর দিকে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এখন একটু করে খাওয়াদাওয়া করছেন, কথা বলার চেষ্টা করছেন।’

দেশের আনার ব্যাপারে জানতে চাইলে রোশান বলেন, ‘এখনও সিদ্ধান্ত নিইনি। সেখানে এক রকমের ট্রিটমেন্ট চলছে। এই অবস্থায় দেশে নিয়ে এলে আবার এখানেও এক ধরনের ট্রিটমেন্ট চালাতে হবে। সে ক্ষেত্রে ঝামেলা হতে পারে। তাই পুরোপুরি সুস্থ হওয়ার পর্যন্ত দেশে না নিয়ে আসার কথাই ভাবছি আমরা। গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে আছেন ফারুক। সেখানে ডাক্তার লি’র অধীনে তার চিকিৎসা চলছে।

গত ১৫ মার্চ খিচুনি হওয়ার পর ফারুকের মস্তিস্কে একটি সিজার করা হয়েছিল। তারপর তার নড়াচড়া এবং কথা বলা সীমিত হয়ে পড়েছিল। এরপর আইসিইউতে পাঠানো হয়। ১৮ মার্চ অবস্থার উন্নতি হলে কেবিনে পাঠানো হয়। ২১ মার্চ অচেতন হয়ে পড়লে আবারও আইসিইউতে পাঠানো হয় এ অভিনেতাকে। দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ফারুক। সবশেষ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। নিয়মিত চেকআপের জন্য ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিলে তার। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।