আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কন্যা সন্তানের মা হলেন নাবিলা

কন্যা সন্তানের মা হলেন নাবিলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২১ , ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  আয়নাবাজি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা কন্যা সন্তানের মা হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি বেসকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ফেইবুক স্ট্যাটাসে এ খবর জানান নাবিলা। তিনি জানান, মেয়ের নাম রাখা হয়েছে মালহার মাসুমা হক। আর ডাক নাম স্মিহা।। মেয়ের জন্য সবার দোয়া চেয়েছেন নাবিলা।

২০১৮ সালে নেত্রকোনার ছেলে জোবাইদুল হক-এর সংগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাবিলা। চলতি বছরের এপ্রিলে স্বামী পাশে নিয়ে বেবি বাম্পের ছবি ফেইসবুকে প্রকাশ করে স্মিহার আগমনের খবর জানিয়েছিলেন তিনি।

নাবিলা উপস্থাপনার মধ্য দিয়ে ২০০৬ সালের দিকে ক্যারিয়ার শুরু করেন। ২০১৬ সালের ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি।