আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কপালে ‘খড়গ’ ঝুলছে অনুদানের সিনেমার

কপালে ‘খড়গ’ ঝুলছে অনুদানের সিনেমার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২০ , ৮:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  তরুণ নির্মাতাদের সিনেমা নির্মাণে উৎসাহ দিতে এবং বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসনির্ভর ঐতিহ্য তুলে ধরতে যেসব সিনেমা অন্যতম ভূমিকা রাখতে সচেষ্ট সরকার সেসব সিনেমা নির্মাণের জন্য অনুদান প্রদান করে থাকে তথ্য মন্ত্রণালয়। তারই লক্ষ্যে ২০১৯-২০ অর্থবছরে ২৫ জন নির্মাতাকে অনুদান প্রদান করা হয়। ২০১৭-১৮ অর্থবছরে ৫ জন নির্মাতাকে অনুদান প্রদান করা হয়। যা এবার বেড়ে পাঁচগুণ হয়েছে। অনুদানকৃত অর্থও বাড়িয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় থেকে এ অনুদান দেয়াই কি শেষ নাকি চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়ে জবাবদিহিতার কোনো ব্যবস্থা রাখা হয়েছে?

তথ্য মন্ত্রণালয়ের অনুদান নীতিমালা থেকেই জানা যায়, অনুদানের প্রথম প্রাপ্তির নয় মাসের মধ্যে সিনেমার কাজ শেষ করতে হবে। জরুরি অবস্থায় বিশেষ করে স্ক্রিপ্টের প্রয়োজনে সরকার এ সময় সীমা বৃদ্ধি করতে পারে। দেখা যায় অনুদানে নির্মিত বেশির ভাগ সিনেমার কাজ বছরের পর বছর ঝুলে থাকে। এ বিষয়ে মন্ত্রণালয় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে জানতে যোগাযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র ১ ও ২) মো. সাইফুল ইসলামের সঙ্গে। তিনি মেলা প্রতিবেদককে জানান, নীতিমালা অনুযায়ী নয় মাসের মধ্যেই সিনেমার কাজ শেষ করতে বলা হয়ে থাকে। সেক্ষেত্রে একেবারে বিশেষ প্রয়োজন ছাড়া এ সময় বৃদ্ধি করা হয় না। তবে যাদের এ সময়ের মধ্যে সিনেমার কাজ শেষ না হয় তাদের কারণ দর্শানো নোটিস দেই। তাতে যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারলে মামলাও করা হয়। কয়েকজন নির্মাতার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।