আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক্সক্লুসিভ কবর খনন প্রতিযোগিতা!

কবর খনন প্রতিযোগিতা!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ


graveঅনলাইন ডেস্ক: সুন্দরী প্রতিযোগিতা, বড় দাঁড়ি রাখার প্রতিযোগিতা, গাড়ি টানার প্রতিযোগিতা ও কাদা ছোড়াছুড়ির প্রতিযোগিতা থেকে শুরু করে কত রকম প্রতিযোগিতার কথাই আমরা শুনে আসছি। তাই বলে কবর খনন প্রতিযোগিতা! এমনই বিস্ময় জাগানিয়া ঘটনা ঘটেছে হাঙ্গেরিতে।

দেশটির বিখ্যাত শহর সম্প্রতি ডেবরিসিনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘জাতীয় কবর খনন প্রতিযোগিতা’। যা দেশটির ইতিহাসে প্রথম। খবরে বলা হয়, দেশব্যাপী কবর খননকে পেশা হিসেবে উৎসাহিত করতে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবারের প্রতিযোগিতায় অংশ নেন মোট ৩৬ জন পেশাদার কবর খননকারী। তাদেরকে ১৮টি দলে ভাগ করা হয়। অর্থাৎ প্রতি দলে সদস্য সংখ্যা ছিল ২ জন। প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তও ছিল। যারা দ্রুত ও আকর্ষণীয়ভাবে কবর খনন করতে পারবেন তাদের জয়ী হিসেবে ঘোষণা করা হবে।

বিজয়ীরা বছরের শেষদিকে স্লোভাকিয়ায় আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবে।

এতে বিজয়ী দল মাত্র ৩৪ মিনিটে কবর খননের কাজ সম্পন্ন করেন।

খবর এবিসি নিউজের