আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লীড কমনওয়েলথ গেমসের নারী দলে নেই জাহানারা

কমনওয়েলথ গেমসের নারী দলে নেই জাহানারা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২২ , ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড


স্পোর্টস ডেস্ক : কমনওয়েলথ গেমসের নারী দলে নেই জাহানারা ইংল্যান্ডে হতে যাওয়া কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে অংশ নিতে নিগার সুলতানার নেতৃত্বে মালয়েশিয়া যাচ্ছে নারী ক্রিকেট দল। এজন্য রুমানা আহমেদ, সালমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মনি, লতা মণ্ডলদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে জায়গা হয়নি জাহানারা আলমের, তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। বাছাই পর্বের প্রথম ম্যাচে ১৮ জানুয়ারি কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৯ জানুয়ারি স্বাগতিক মালয়েশিয়া, ২৩ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুরশিদা খাতুন, নাহিদা আকতার, শারমিন আকতার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, শানজিদা আকতার ও সুরিয়া আজমিন।