আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করুণারত্মের ব্যাটে উজ্জ্বল শ্রীলঙ্কা

করুণারত্মের ব্যাটে উজ্জ্বল শ্রীলঙ্কা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২১ , ১২:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : চতুর্থ দিনে ব্যাট করতে নেমে লঙ্কান অধিনায়ক সেঞ্চুরি পূর্ণ করে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন। অপরপ্রান্তে হাফ সেঞ্চুরি নিয়ে তাকে যোগ সঙ্গ দিচ্ছেন ধনঞ্জয়া।
টাইগারদের বড় সংগ্রহের বিপরীতে ব্যাট করতে নেমে টপ অর্ডারে ধস নামে শ্রীলঙ্কার। ৩ উইকেট হারিয়ে ২২৯ রানে দিনশেষ করে স্বাগতিকরা। অধিনায়ক দিমুথ করুণারত্মে ৮৫ রানে এবং ২৬ রানে অপরাজিত ছিলেন ধনাঞ্জয় ডি সিলভা।
চতুর্থ দিনে ব্যাট করতে নেমে পরিণত ব্যাটিং করছেন করুণারত্মে ও ধনাঞ্জয়া। লঙ্কান অধিনায়ক ২৮০ বলে ১৩০ রান নিয়ে লড়ছেন। বড় ইনিংসে মোট ১৩টি চার হাঁকান এই ওপেনার। ১১৪ বলে ৬৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন ধনাঞ্জয়। তিনি ৮টি চার হাঁকান।
এই প্রতিবেদনটি করা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩১১ রান।
বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করলে তৃতীয় দিনই ব্যাট করতে নামে লঙ্কানরা। দুই স্পিনার মিরাজ-তাইজুল ও পেসার তাসকিন ৩ উইকেট নেন।