আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অন্যান্য করোনাকালে ইংরেজি মাধ্যম স্কুলে ৫০ শতাংশ বেতন মওকুফের নোটিশ

করোনাকালে ইংরেজি মাধ্যম স্কুলে ৫০ শতাংশ বেতন মওকুফের নোটিশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২০ , ৫:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: অন্যান্য


দিনের শেষে প্রতিবেদক : ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে করোনাকালীন বন্ধে ৫০ শতাংশ বেতন মওকুফের জন্য কমিটি গঠনের নির্দেশনা চেয়ে সরকারকে আইনী নোটিশ দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির সত্ত্বর ব্যবস্থা চেয়ে ই-মেইলে এ নোটিশ পাঠান। শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ ৪ জনের কাছে নোটিশ পাঠানো হয়েছে। যেসব প্রাইভেট স্কুল সরকারি নির্দেশনা উপেক্ষা নতুন সেশনে ভর্তি করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশে বলা হয়। একইসঙ্গে প্রাইভেট স্কুলসমূহে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য সরকারের পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ চাওয়া হয়েছে। এছাড়া নিবন্ধনবিহীন স্কুলের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বলা হয়েছে। আইনজীবী সৈয়দ মহিদুল কবির বলেন, ১৮ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ এক নোটিশে বন্ধের মেয়াদ ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানে সম্পূর্ণ বেতন দিতে অভিভাবকদের বারবার তাগিদ দিচ্ছে কর্তৃপক্ষ। এর বিপরীতে অভিভাবকরা ৫০ শতাংশ বেতন মওকুফের জন্য আবেদন করেছেন। কিন্তু স্কুলগুলো তা মানছে না।