আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনামুক্ত হলেন ভারতীয় ৩ ক্রিকেটার

করোনামুক্ত হলেন ভারতীয় ৩ ক্রিকেটার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২১ , ১:২৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  করোনামুক্ত হলেন ভারতীয় তিন ক্রিকেটার অমিত মিশ্র, ঋদ্ধিমান সাহা এবং প্রাসিদ কৃষ্ণা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সুস্থতার কথা জানিয়েছেন অমিত মিশ্র। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ঋদ্ধিমান ও প্রাসিদের করোনামুক্ত হওয়ার খবর। যার ফলে এখন দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়ার সম্ভাবনা বাড়ল তাদের।

আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের জন্য ঘোষিত ২০ সদস্যের স্কোয়াডে রয়েছেন ঋদ্ধিমান। আর প্রাসিদের জায়গা হয়েছে চারজনের স্ট্যান্ডবাই দলে। উল্লেখ্য, গত ৪ মে করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিত ও ঋদ্ধিমান। প্রাসিদের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল ৮ মে।