করোনামুক্ত হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২০ , ৮:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক। রোববার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তিনি বাসায় ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারুক হোসাইন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক ঠাণ্ডা ও সর্দিজনিত উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। পরে তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। রোববার দুপুরে সিএমএইচ হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে মন্ত্রী ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় ফেরেন।