আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ করোনামুক্ত হয়ে মায়ের কোলে ১৫ মাসের শিশু রোশনী

করোনামুক্ত হয়ে মায়ের কোলে ১৫ মাসের শিশু রোশনী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২০ , ১:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


কিশোরগঞ্জ (ভৈরব) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে করোনা আক্রান্ত ১৫ মাস বয়সী শিশু রোশনী সুস্থ হয়ে ১২ দিন পর মায়ের কোলে ফিরেছে। সোমবার রাতে শিশুটির করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। আজ মঙ্গলবার শিশুটিকে মায়ের কোলে দেয়া হয়। শিশুটির মায়ের নাম জেসমিন আক্তার, বাবা সেলিম মিয়া। তারা দুজনই ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। শিশুটির আগে তার মা-বাবা দুজনই করোনায় আক্রান্ত হন। বাবা সেলিম মিয়া গত ১৯ এপ্রিল এবং মা ২১ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর শিশুটির করোনা পরীক্ষা করা হয়। ৩০ এপ্রিল শিশুটির পজিটিভ রিপোর্ট আসে। পরে শিশুটিকে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করতে ১ মে ভাতিজির কাছে পাঠিয়ে দেয়া হয়। এর আগে জেসমিন আক্তার এবং বাবা সেলিম মিয়াকে স্থানীয় ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি হয়। ৪ মে তাদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলেও শিশুটিকে মায়ের কাছে আনা হয়নি। শিশুটির বাবা সেলিম মিয়া বলেন, হাসপাতালে আমরা দুজনই চাকরি করতে গিয়ে সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছিলাম। এতদিন খুবই আতঙ্কে ছিলাম। আল্লাহ রহমত করেছে আমাদেরকে। বিশেষ করে আমার মেয়ে শিশু আমিরা তুননিছার (রোশনী) আক্রান্ত হওয়ায় আমরা দুজনই চিন্তিত ছিলাম। তার মা আজ শিশুকে কাছে পেয়ে ভীষণ খুশী হয়েছে। ১২ দিন পর শিশুটি বুকের দুধ খেল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, হাসপাতালের ৮ জন ডাক্তারসহ ২২ জন করোনায় আক্রান্ত হয়েছিল। তার মধ্য শিশুটিও ছিল। ভৈরবে একমাত্র শিশু রোশনী করোনায় আক্রান্ত হয়। শিশুটির সুস্থতা হওয়ায় চিন্তামুক্ত হলাম।