আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় করোনায় আক্রান্ত ঢামেকের আইসিইউ প্রধান

করোনায় আক্রান্ত ঢামেকের আইসিইউ প্রধান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২০ , ৯:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বিভাগের অধ্যাপক ও আইসিইউ প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন। আক্রান্তের বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। ঢাকা মেডিকেলে নমুনা পরীক্ষা করানোর পর বৃহস্পতিবার ডা. মোজাফফর জানতে পারেন তিনি করোনা পজিটিভ এরপর থেকেই তিনি বাসায় অবস্থান করছেন। তবে এর আগে হাসপাতালের আইসিইউতেই ডিউটি করেছেন তিনি। আইসিইউ’র বেশ কয়েকজন ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য অধ্যাপক ডা. মোজাফফর হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-১৯ ব্যাচের শিক্ষার্থী।