আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনার অ্যান্টিভাইরাস সৃষ্টিতে ম্যাডোনার অনুদান

করোনার অ্যান্টিভাইরাস সৃষ্টিতে ম্যাডোনার অনুদান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২০ , ৬:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বিশ্বে মহামারি সৃষ্টি করা করোনার অ্যান্টিভাইরাস বানাতে উঠেপড়ে লেগেছে চিকিৎসাবিজ্ঞান। এ কাজে বিল গেটসদের ফাউন্ডেশনে অর্থসহায়তা দিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ম্যাডোনা। করোনাভাইরাসের প্রতিষেধক উদ্ভাবনে গবেষণা তহবিলে এক লাখ মার্কিন ডলার দিয়েছেন পপ কুইন। করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণা করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এ অর্থসহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘অসাধারণ এক উদ্যোগ নিয়েছে তারা। করোনাভাইরাস ধনী-দরিদ্র কাউকেই ছাড় দেবে না। তাই সবাই মিলেই একে প্রতিহত করতে হবে।’ নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে ম্যাডোনা লিখেছেন, ‘কোভিড-১৯-এর প্রতিষেধক উদ্ভাবনে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে যোগ দিতে যাচ্ছি। আমাদের স্বাস্থ্যকর্মী, বন্ধু ও স্বজনেরা এ ভাইরাসের প্রাদুর্ভাবে ভীষণ ঝুঁকির মধ্যে আছে। মানুষকে বাঁচাতে কাজ করে যাওয়া গবেষণা, চিকিৎসক ও পেশাজীবীদের শ্রদ্ধা জানাই। করোনাভাইরাসকে নির্মম সমীকরণকারী উলেস্নখ করে ম্যাডোনা লিখেছেন, ‘কোভিড-১৯ দেখছে না কে ধনী কে গরিব, কে কতটা খ্যাতিমান, কে কতটা মজার মানুষ, কে কতটা স্মার্ট। সে দেখছে না কোন মানুষটি কোথায় থাকে, বয়স কম নাকি বেশি। সে এক নির্মম সমীকরণকারী। সে সব মানুষকে সমানভাবে চোখে দেখে। এ ভাইরাসটি একদিকে ভয়ংকর, অন্যদিকে ইতিবাচক। ভয়ংকর এই অর্থে যে, সে নানা দিক থেকে সবাইকে সমান অসহায় করে দিচ্ছে। এটা ইতিবাচকও। আসলে আমরা সবাই এক জাহাজের যাত্রী। জাহাজটা ডুবে গেলে আমরা সবাই তলিয়ে যাব।’