আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনার এমন পরিস্থিতিতেও বন্ধ হয়নি বেলারুশ ফুটবল লিগের খেলা

করোনার এমন পরিস্থিতিতেও বন্ধ হয়নি বেলারুশ ফুটবল লিগের খেলা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ , ৮:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে কাঁপছে পুরো দুনিয়া। অদৃশ্য এই ভাইরাসটির কাছে আত্মসমর্পণ করে মৃত্যুর কুলে ঢলে পড়েছেন লাখো মানুষ। এখন পর্যন্ত মরণ ব্যাধি এই ভাইরাসের কোন প্রতিষেধক তৈরি হয়নি। তাই এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে একজন থেকে আরেক জন নিরাপদ দূরত্বে থাকা। সবাইকে এই নিয়ম মারতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন বা কারফিউ ঘোষণা করা হয়েছে। করোনার এমন পরিস্থিতিতেও বন্ধ হয়নি বেলারুশ ফুটবল লিগের খেলা। শুধু তাই নয়। রবিবার ডায়নামো ব্রেস্ত বনাম এফসি মিন্সকের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন এক হাজারেরও বেশি দর্শক। যা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপের এই একটি মাত্র দেশেই বন্ধ হয়নি লিগের খেলা। বেলারুশের ফুটবল ফেডারেশন স্পষ্ট জানিয়েছিল, লিগের খেলা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই তাদের। তবে এই ভাইরাসের সংক্রমণ রুখতে স্টেডিয়াম দর্শকশূন্য রাখা হবে। ফুটবলারদের অনুপ্রাণিত করতে স্টেডিয়ামের আসনে রাখা থাকবে দর্শকদের মুখের ছবি দেওয়া ‘ম্যানিকুইন’ (পুতুল)। বাস্তবের ছবিটা ঠিক এর উল্টো। করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে অনেক দর্শকই রবিবারের ম্যাচে স্টেডিয়ামে যাননি। তবে যারা গিয়েছিলেন, তারা কোনও নিয়মই মানেননি। শারীরিক দূরত্ব বজায় না রেখে পাশাপাশি বসেছেন। এমনকি, ডায়নামো ৩-১ জেতার আনন্দে একে অপরকে আলিঙ্গনও করেন।