আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনার বাঁধায় বিয়ের পিঁড়িতে বসা পেছালো অস্ট্রেলিয়ার সমকামী দুই নারী ক্রিকেটারের

করোনার বাঁধায় বিয়ের পিঁড়িতে বসা পেছালো অস্ট্রেলিয়ার সমকামী দুই নারী ক্রিকেটারের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২০ , ৭:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার দুই নারী ক্রিকেটার লিজল লি ও আরেক নারী ক্রিকেটার তানজা ক্রনিয়ের । এই নারী ক্রিকেটাররা দুইজনেই সমকামী। প্রোটিয়া এই ক্রিকেটাররা একে অপরের সঙ্গে ৪ বছর ধরে হৃদয় দেয়া-নেয়া করছেন গত মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী দলের। এই সিরিজ শেষ করে ১০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। তবে দক্ষিণ আফ্রিকায় লক ডাউন থাকায় এদিন বিয়ে করা হচ্ছে না তাদের। করোনা পরিস্থিতি মোকাবেলায় ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছে দেশটি। লি লকডাউনের এই সময়টায় বাবা-মায়ের ফার্ম হাউসে অবস্থান করছেন। চলতি বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন তিনি। যদিও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে তাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়। বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার যাওয়ার পেছনে বড় অবদান ছিল লির। ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে অজিদের বিপক্ষেও নিজেদের উজার করে দেয়ার লক্ষ্য ছিল তার। তবে করোনা সবকিছু এলোমেলো করে দিয়েছে তাদের স্বপ্ন।