আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনার বিরুদ্ধে জিতেই বাফুফে নির্বাচনে মনোযোগী শেখ আসলাম

করোনার বিরুদ্ধে জিতেই বাফুফে নির্বাচনে মনোযোগী শেখ আসলাম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২০ , ২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : মাঠের বাইরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন শেখ মোহাম্মদ আসলাম। দীর্ঘ ২১ দিনের যুদ্ধ শেষে সুখবর দিলেন সাবেক এ তারকা স্ট্রাইকার। জানালেন, করোনাভাইরাসকে হারিয়ে দিয়েছেন তিনি ও তার পরিবার।
সপরিবারে করোনা মুক্ত হয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত শেখ মোহাম্মদ আসলাম। সিনিয়র সহসভাপতি পদে সালাম মুর্শেদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা মুক্ত হওয়ার সুখবরটি দিয়েছেন শেখ আসলাম নিজেই। অন্যদের পরামর্শও দিয়েছেন। আবাহনীর এক সময়ের এ ফুটবল মেগাস্টার নিজের ফেসবুক পেজে লেখেন,
আলহামদুলিল্লাহ! আপনাদের সকলের দোয়াতে আমি এবং আমার পরিবারের সবাই আজকে ২১ দিন পর করোনা নেগেটিভ হয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কঠিন সময়ে আমাদের সাথে থাকার জন্য। প্রচণ্ড অসুস্থতার কারণে অনেকের ফোন ধরতে বা মেসেজ দেখতে পারিনি। তাই খুবই দুঃখিত। যদিও এখনো আমরা এই অসুখের ধকল কাটিয়ে উঠিনি এবং শারীরিক ভাবে কিছুটা দুর্বলতা কাজ করছে। কম বেশী সবার ঠিক হতে সময়ের প্রয়োজন। তবে সবাই বর্তমানে সুস্থ আছি।’
‘হেরে যাইনি, আমরা লড়েছি প্রাণপণে। তাই সকলে যারা লড়েছিলেন, লড়ছেন বা লড়বেন তাদের বলবো সাহস হারাবেন না, ইনশাআল্লাহ সবাই সুস্থ হবেন। চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়ম মেনে চলুন বাকিটা আল্লাহই সাহায্য করবেন। আর বাকিদের বলবো নিজের পরিবারের খেয়াল রাখবেন। তার পাশাপাশি জনসম্মুখে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’