আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনার ভ্যাকসিন কবে আসছে জানাল হোয়াইট হাউস

করোনার ভ্যাকসিন কবে আসছে জানাল হোয়াইট হাউস


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২০ , ৬:২১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কোভিড ১৯-এর দাপটে বিশ্ব আজ অসহায়। এখন পর্যন্ত করোনার কার্যকর কোনো ভ্যাকসিন পাওয়ার খবর দিতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ১০৭টি ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছে সংস্থাটি। করোনার ওষুধ উদ্ভাবনে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বের নামি নামি বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরাও চেষ্টা অব্যাহত রেখেছেন। করোনার ভ্যাকসিন কবে আসছে, এ নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। হোয়াইট হাউসের করোনা মোকাবেলায় গঠিত কমিটির সমন্বয়ক ডা. দেবোরাহ বার্ক্স জানিয়েছেন করোনার ভ্যাকসিন কবে আসছে। তিনি জানান, কাগজ-কলমে জানুয়ারির আগে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া সম্ভব নয়। তবে এ জন্য সঠিকভাবে সব কার্যক্রম সম্পন্ন হওয়া দরকার। করোনার ভ্যাকসিন কবে নাগাদ পাওয়া বাস্তবসম্মত- এমন প্রশ্ন করা হলে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, ভ্যাকসিন তৈরিতে কমপক্ষে ১২-১৮ মাস সময়ের দরকার। ডা. দেবোরাহ বার্ক্স বলেন, আর এটি তখনই সম্ভব, যদি একসঙ্গে ৫ থেকে ছয়টি ভ্যাকসিনের কার্যক্রম এগিয়ে নেয়া যায়। এই কাজও দ্রুতগতিতে সম্পন্ন করতে হবে। একক কোনো ভ্যাকসিনের ওপর নির্ভর করলে চলবে না। বেশ কিছু ভ্যাকসিন তৈরি করতে হবে; যেগুলো ভিন্ন ভিন্ন কাজ করবে। ‘এর পর এসব ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা দ্রুত চালানো দরকার। কাগজ-কলমে তখনই এটি সম্ভব। করোনার ভ্যাকসিন পরীক্ষার তৃতীয় ধাপেও সফল হতে হবে। কারণ এর কার্যকরিতা প্রমাণের জন্য একটি সম্প্রদায়ের মধ্যে ভাইরাসটির সক্রিয় সংক্রমণ ঘটাতে হবে; সেটি প্রতিরোধও করতে হবে।’ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও করোনার ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করছেন। তারা আশা করছেন সেপ্টেম্বর নাগাদ এই ভ্যাকসিন পাওয়া সম্ভব।