আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ করোনার সংক্রমণ ঠেকাতে মাদারীপুর অবরুদ্ধ ঘোষণা

করোনার সংক্রমণ ঠেকাতে মাদারীপুর অবরুদ্ধ ঘোষণা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২০ , ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


মাদারীপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরে প্রথম পদক্ষেপ নেয়া হয় প্রায় এক মাস আগে বন্ধ করে দেওয়া হয় শিবচর উপজেলার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন, এবার সেই পুরো জেলাকে অবরুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টা থেকে মাদারীপুর জেলার সঙ্গে অন্য সব জেলার যোগাযোগ বন্ধ থাকবে। মাদারীপুর জেলায় অন্য জেলা থেকে কেউ প্রবেশ ও বের হতে পারবে না। এছাড়া আন্তঃজেলা যোগাযোগও বন্ধ রাখতে বলা হয়েছে। তবে জরুরি সেবা চালু থাকবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশে কভিড-১৯ রোগী ধরা পড়ার পর গত ১৯ মার্চ এই উপজেলাতেই সবকিছু বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত প্রথম নেওয়া হয়। বিদেশ থেকে বিশেষ করে ইতালি থেকে আসা অনেকে এই উপজেলার বাসিন্দা। এ কারণে এই পদক্ষেপ নেওয়া হয় বলে সে সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ইঙ্গিত দেন। ওই সময় চীনের উহানের পর ইতালিতেই করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া করোনাভাইরাসের দেশে সংক্রমণ রোধে বিদেশ থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা আরোপ করে সরকার। কিন্তু অনেকেই তা না মানায় বিদেশ ফেরত ওই ব্যক্তিদের মাধ্যমেই দেশে কভিড-১৯ রোগের বিস্তার ঘটেছে বলে আইইডিসিআরের তথ্য। এই প্রেক্ষাপটে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছিল।