আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অন্যান্য করোনায় আক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক : সংস্পর্শে আসা ৪৭ জন আইসোলেশনে

করোনায় আক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক : সংস্পর্শে আসা ৪৭ জন আইসোলেশনে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২০ , ৯:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: অন্যান্য


দিনের শেষে ডেস্ক : ৩ এপ্রিল, শুক্রবার বিকেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী (সিইও) ও প্রধান সম্পাদক শামসুর রহমান জানান ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে আসা আরো ৪৭ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।  পৌনে ৫টার দিকে তিনি ফেসবুজ পেজে লাইফে এসে জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের একজন সহকর্মী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পরিবারের একজন সদস্য করোনা ভাইরাসে (কভিড-১৯) পজেটিভ আক্রান্ত। উনি শেষ ২৫ ও ২৬ মার্চ অফিসে কর্মরত ছিলেন। এরপর থেকে অসুস্থবোধ করায় তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। দুইদিন আগে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হট নাম্বারে করলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা ভাইরাসে (কভিড-১৯) পজেটিভ ধরা পড়ে। তিনি জানান, আমার আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ রাখছি এবং ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটির পরিচালকের সঙ্গে কথা বলেছি। উনার সংস্পর্শে যারা এসেছেন এমন ৪৭ জনের তালিকা করেছে এবং আইসোলেশনে পাঠিয়েছি।’ টেলিভিশনের হেড অব নিউজ মামুন আবদুল্লাহ জানান, ওই সাংবাদিক ৯ দিন ধরে ছুটিতে রয়েছেন। টেলিভিশন স্টেশনটি লকডাউন করা হবে কি না এমন প্রশ্নে মামুন আবদুল্লাহ বলেন, ‘আমাদের অন্য কর্মচারীদের মধ্যে এ ধরনের কোনো লক্ষণ নেই। আমরা এখনই লকডাউন নিয়ে ভাবছি না।’ মামুন আবদুল্লাহ আরো বলেন, ‘সিসিটিভি ফুটেজ যাচাই করার পরে কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে।’