আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনায় আক্রান্ত ক্রিকেটার নাজমুল অপু

করোনায় আক্রান্ত ক্রিকেটার নাজমুল অপু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২০ , ৪:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের জন্য দিন যে আজ বড়ই অপয়া। একের পর এক খারাপ খবর এসে মন খারাপ করে দিচ্ছে ভক্ত-সমর্থকদের। প্রথম এলো ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই সাবেক তারকা ব্যাটসম্যান নাফিস ইকবালের করোনা আক্রান্তের খবর। তারপরই আসে ক্রিকেটপ্রেমীদের হৃদয় চুপসে দেওয়ার মতো আরো বড় খবর। সাবেক টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজাও করোনায় পজিটিভ। সেই খবরের রেশ কাটনা কাটতেই এলো আরো একটি খারাপ খবর। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপুও করোনায় পজিটিভ হয়েছেন। অনুসারীদের খবরটা দিতে বাঁহাতি স্পিনার অপু বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। সেখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করাই। আজ দুপুরেই রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। এখন ঘরেই আইসোলেশনে আছি।’ করোনাভাইরাস সঙ্কটের শুরু থেকেই আর্ত মানুষের পাশে দাঁড়িছেন অপু। খাদ্য সামগ্রীর উপহার নিয়ে হাজির হয়েছেন গরীব-দুঃখী মানুষের দুয়ারে দুয়ারে। বিপদের দিনে হাসি ফুটিয়ে খেটে খাওয়া মানুষের মুখে। মানবতার সেবায় হাত বাড়াতে গিয়েই আজ তিনি করোনায় আক্রান্ত। নারায়ণগঞ্জের ছেলে অপু দর্শকদের মন কেড়েছেন আলাদা উইকেট উদযাপন ভঙ্গি দিয়ে। নাগিন্স ডান্স তার উদযাপনের ট্রেড মার্ক। লাল-সবুজদের জার্সি গায়ে জড়িয়ে অপু ১৩ টি-টোয়েন্টিতে শিকার করেছেন ৮ উইকেট। সঙ্গে পাঁচ ওয়ানডেতে ৫ ও ক্যারিয়ারের একমাত্র টেস্টে উইকেট নিয়েছেন তিনি ৪টি।