আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনায় আক্রান্ত নায়িকা মৌ

করোনায় আক্রান্ত নায়িকা মৌ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২০ , ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা মৌ খান। শারীরিক অবস্থা খারাপ থাকায় করোনা পরীক্ষা করালে গতকাল তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি নিজেই। তবে এখন তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

এই নায়িকা জানান, গত ৮ অক্টোবর থেকে তিনি অসুস্থ। প্রথমে জ্বর আসে। এরপর কাশি শুরু হয়। গলাতেও একটু একটু সমস্যা অনুভব করেন। খাবারের স্বাদ-ঘ্রাণও পাচ্ছিলেন না। তারপরই করোনা সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেন। অবশেষে গতকাল শুক্রবার রিপোর্ট হাতে আসলে জানা যায় করোনায় আক্রান্ত মৌ।

মৌ বলেন, ‘শরীরে এখন জ্বর আছে। খাবারের স্বাদ পাচ্ছি না। হালকা কাশি আছে। বাসায় আইসোলেশনে রয়েছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। দোয়া করবেন সবাই আমার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর সম্প্রতি শাহীন সুমন পরিচালিত আন্ডারওয়ার্ল্ডের গল্পে ওয়েব সিরিজ ‘মাফিয়া’র শুটিং শুরু করেছিলেন মৌ খান। এখানে তার বিপরীতে কাজ করছেন আনিসুর রহমান মিলন। প্রথমে নারায়ণগঞ্জ এবং পরে কক্সবাজারে ‘মাফিয়া’র শুটিং করেছেন মৌ।