আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনায় আক্রান্ত বাপ্পি লাহিড়ী

করোনায় আক্রান্ত বাপ্পি লাহিড়ী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২১ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। চিকিৎসকের পরামর্শে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাপ্পি লাহিড়ীর মুখপাত্র জানিয়েছেন, করোনা সংক্রান্ত সকল সতর্কতা নিয়েছিলেন এই গায়ক। কিন্তু তা সত্ত্বেও করোনার কবল থেকে বাঁচতে পারেননি ৬৮ বছর বয়সী এই শিল্পী।

বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা জানান, শরীরে করোনার উপসর্গ দেখা মাত্রই তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিনে বাপ্পি লাহিড়ী এবং তার পরিবারের সংস্পর্শে যারা এসেছেন তাদের করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি বাপ্পি লাহিড়ীর আরোগ্য কামনা করার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন রেমা।