আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনায় আক্রান্ত ভারতীয় নৌবাহিনীর ২১ সদস্য

করোনায় আক্রান্ত ভারতীয় নৌবাহিনীর ২১ সদস্য


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২০ , ৬:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতের নৌবাহিনীতেও হামলা চালিয়েছে করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর মোট ২১ সদস্য। শহরের নৌবাহিনীর হাসপাতাল আইএনএইচএস অশ্বিনীতে কোয়ারেন্টাইনে আছেন তারা। বাহিনীর পশ্চিমাঞ্চলের কার্যালয় আইএনএস আংরেতে তারা ঘরোয়া সুযোগ সুবিধা নিয়ে চিকিৎসাধীন। ওই নাবিকদের সংস্পর্শে কারা এসেছিলেন, তা জানতে গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালাচ্ছে নৌবাহিনী। এর আগে ভারতীয় সেনাবাহিনীর ৮ সদস্য করোনায় আক্রান্ত হন। ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানকার মোট ৩২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ওই রাজ্যের মুম্বাই নগরীতেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। আর ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৩৫ জন। এছাড়া করোনায় মারা গেছেন মোট ৪৫৩ জন।