আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনায় আক্রান্ত রণবীর কাপুর

করোনায় আক্রান্ত রণবীর কাপুর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২১ , ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   এই মুহূর্তে নিভৃতবাসে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। অভিনেতার কাকা রণধীর কাপুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রণবীর অসুস্থ, তবে তিনি কী পেয়েছেন তা নিশ্চিত নন। ২০২১ সালের শুরু থেকে একাধিক নতুন ছবিতে কাজ শুরু করেছেন রণবীর। ‘শামসেরা’, ‘ব্রহ্মাস্ত্র’, পরিচালক লব রঞ্জনের পরবর্তী ছবি এবং ‘অ্যানিমাল’।

এ দিকে করোনার দাপট ফের বেড়েছে মুম্বাইয়ে। মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। কয়েক মাস আগে রণবীরের মা অভিনেত্রী নীতু কাপুর কোভিড আক্রান্ত হয়েছিলেন। চণ্ডীগড়ে ‘জুগ জুগ জিয়ো’ ছবির শুটিং করতে গিয়ে সংক্রমিত হয়েছিলেন বলে জানা গিয়েছিল। এবার তার ছেলে বলিউডের প্রথম সারির অভিনেতা করোনা আক্রান্ত হলেন।