আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি

করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২০ , ৩:১৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। শনিবার টুইটারে এক বার্তায় তিনি নিজেই এতথ্য জানান।

টুইটারে আফ্রিদি লেখেন, গত বৃহস্পতিবার থেকে অসুস্থবোধ করছিলাম। আমার শরীরে ব্যথা অনুভব হচ্ছিল। দুর্ভাগ্যবশত আমি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি। সুস্থতার জন্য সকলের কাছে আমি দোয়া চাই। ইনশাহ আল্লাহ্‌ আমি সুস্থ হয়ে উঠব।

করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই নিজ দেশ পাকিস্তানের মানুষের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি। সাধারণ মানুষকে নিজের সংস্থা ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’র পক্ষ থেকে আর্থিক সাহায্য তো দিয়েছেনইস এই সঙ্গে খাদ্য দিয়েও সহায়তা করেছেন তিনি।

এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ঐতিহাসিক ব্যাটটিও নিলাম থেকে ১৭ লাখ টাকায় কিনেছিলেন তিনি।