আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনায় আক্রান্ত সংগীতশিল্পী রবি চৌধুরী

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী রবি চৌধুরী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২০ , ১:৩৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :   করোনাভাইরাসে আক্রান্ত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।করোনায় আক্রান্তের বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান। সেখানে তিনি কারো ফোন রিসিভ করতে পারছেন না বলেও জানান।

সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, গানে গানে আবার দেখা হবে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এ সংগীতশিল্পী। কদিন আগেই ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গান প্রকাশ করেন তিনি। গানটি এরইমধ্যে আলোচনায় এসেছে।