আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ

করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২০ , ২:০৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার বিকেলে নিজের করোনাভাইরাস শনাক্তের বিষয়টি তিনি সমকালকে নিশ্চিত করেছেন। খন্দকার মোশাররফ জানান, তিনি ঢাকার বাড়িতে অবস্থান করছেন। তার শরীরে করোনার উপসর্গ নেই, তিনি ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। খন্দকার মোশাররফের ব্যক্তিগত সহকারী মো. মোজাম্মেল হোসেন জানান, শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে খন্দকার মোশাররফের করোনা শনাক্ত করণ পরীক্ষা করা হয়। দুপুরে এ পরীক্ষার ফল পজিটিভ আসে। তিনি বর্তমানে ঢাকার বাড়িতে অবস্থান করছেন।