করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২০ , ১২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে ডা. এসএম নুর উদ্দিন আবু আল বাকী রুমি (৪৮) নামের ওই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাপস কুমার সরকার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩ জুলাই নুর উদ্দিনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি ডায়াবেটিস রোগী ছিলেন। তার অবস্থার অবনতির আশঙ্কায় ওইদিনই তাকে ঢাকায় পাঠানো হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হতে থাকে। দেখা দেয় প্রচণ্ড শ্বাসকষ্ট। পরে শুক্রবার ভোর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুরে। এর আগে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে সুলতানা লতিফা জামান আইরিন (৩৪) নামে এক চিকিৎসক মারা যান।