আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য করোনায় একচেটিয়া মাস্কের ব্যবসা করছে চীন

করোনায় একচেটিয়া মাস্কের ব্যবসা করছে চীন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২০ , ২:৩০ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :কোভিড-নাইনটিনের সংক্রমণ থেকে বাঁচতে সারাবিশ্বেই হ্যান্ড স্যানিটাইজারের মতো ফেস মাস্কের ব্যবসা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোতে মাস্ক রফতানি করে চীন একচেটিয়া ব্যবসা করছে। পশ্চিমা দেশগুলোর বাসিন্দারা সঙ্কট মেটাতে ও জীবন বাঁচাতে ঘরে ঘরে নিজস্ব উদ্যোগেও সেলাই মেশিন আর সুঁই-সুতা তুলে নিয়েছেন হাতে। বিশেষ কার্গো বিমানে চীন থেকে আমদানি করা ফেস মাস্ক পৌঁছেছে ফ্রান্সে। করোনাভাইরাস মোকাবিলায় পর্যাপ্ত মাস্কসহ মেডিকেল সামগ্রীর সরবরাহ না থাকায় জরুরি ভিত্তিতে আনা হয়েছে এসব পণ্য। করোনায় আরও দুই ক্ষতিগ্রস্ত দেশ ইতালি ও স্পেনেও চীন থেকে জরুরি মেডিকেল সামাগ্রী আমদানি করা হয়েছে। এর মধ্যে হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি বিভিন্ন ধরনের ওষুধসহ রয়েছে নানা রকম মাস্কও। পিছিয়ে নেই পর্তুগালও। তারাও চীন থেকে পণ্য আমদানি করেছে। যুক্তরাষ্ট্রের কাছেও বিপুল সংখ্যক মাস্ক রফতানি করছে চীন। করোনার এ সময়ে চীনে নতুন নতুন কারখানা গড়ে উঠেছে। সরবরাহ নিশ্চিত করতে রাত-দিন ২৪ ঘণ্টা চলছে কাজ। ক্রয় আদেশ থাকায় চিকিৎসক ও নার্সদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী- পিপিই, করোনা টেস্টিং কিট ও ভেন্টিলেটর তৈরি করছে বেইজিং। সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের মানুষ হোম কোয়ারেন্টাইন অবস্থায় মাস্ক তৈরি করে পরিবার ও সমাজের সহায়তায় এগিয়ে এসেছেন। তারা জানান, স্কুল বন্ধ। আমরা স্কুলে বসেই মাস্ক তৈরি করছি। প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছেন, তাদের বাঁচাতে পারছি না ঠিকই, কিন্তু যারা বেঁচে আছেন তাদের আমরা মরতে দিতে চাই না। সবার সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও তৈরি হচ্ছে মাস্ক। যা ইউরোপে রফতানি করা হবে। ভালোমানের মাস্ক তৈরিতে পিছিয়ে নেই কিউবাও।