করোনায় জার্মানিতে প্রথম বাংলাদেশির মৃত্যু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২০ , ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা
দিনের শেষে ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে এই প্রথম জার্মানিতে বসবাসরত কোন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। শাহিন সিকদার নামে ওই প্রবাসী বুধবার জার্মানির স্থানীয় সময় বেলা ৩ টার দিকে স্থানীয় একটি হাসপাতালে মারা যান। তিনি ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী শহর হানাউয়ের অধিবাসী। তার বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে। শাহিন সিকদারের পারিবারিক বন্ধু কামাল ভুঁইয়া জানিয়েছেন, শাহিন সিকদার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।