আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনায় ‘নাজেহাল’ ভারতে ফের রেকর্ড আক্রান্ত

করোনায় ‘নাজেহাল’ ভারতে ফের রেকর্ড আক্রান্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২০ , ৫:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ হাজার ৮৫০ জন আক্রান্ত হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

রবিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জন। যা বিশ্বে আক্রান্তের সংখ্যা তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ার থেকে ৮ শ’ কম। তবে এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখের বেশি মানুষ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছে ৬১৩ জন। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ২৬৮ জন। করোনায় আক্রান্তে দেশটিতে শীর্ষে অবস্থান মহারাষ্ট্রের। শুধু এই রাজ্যটিতে আক্রান্ত ২ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৭১ জনের।

দ্বিতীয় অবস্থান তামিল নাড়ুতে আক্রান্ত ১ লাখ ৭ হাজার ১ জন, মারা গেছে ১৪ শ’ ৫০ জন। এছাড়া এরপরেই অবস্থান দিল্লি ও গুজরাটের। এন ডি টিভি।