আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনায় মারা গেলেন পাকিস্তানী ক্রিকেটার জাফার সরফরাজ

করোনায় মারা গেলেন পাকিস্তানী ক্রিকেটার জাফার সরফরাজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ , ৬:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের ডেস্ক :  করোনার ভয়াল থাবায় কাঁপছে বিশ্ব। প্রতিদিনই মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বের ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১৯ লক্ষ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। এর মাঝে এবার কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারালেন সাবেক পাকিস্তানী ক্রিকেটার। পাকিস্তানের জিও টিভির সম্প্রচার করা খবর অনুযায়ী সোমবার (১৩ এপ্রিল) করোনা ভাইরাসে সংক্রমিত হাওয়ার কারণে মারা যান সাবেক পাক ক্রিকেটার জাফার সরফরাজ।পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে জাফার সরফরাজ নাম করা ক্রিকেটার ছিলেন। ৫০ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটার ভাইরাসে সংক্রমিত হওয়ার পর শেষ ৩ দিন হাসপাতালে ভেন্টিনেশনে ছিলেন। গত সপ্তাহের মঙ্গলবার সরফরাজ করোনায় সংক্রমিত হয়েছিলেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সরফরাজ ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দেশের হয়ে চারটি ওডিআই খেলেছেন জাফার সরফরাজ। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজ ১৯৮৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত খেলেছেন। ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত লিস্ট এ ক্রিকেট খেলেছেন এই ক্রিকেটার। ইত্তেফাক/এসআই